কোর্সের বিবরণ
একাউন্টিং কোর্সের সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি কাজ Debits and Credits নির্ণয়ের মাধ্যমে ট্রান্সেকশন/লেনদেন লিপিবদ্ধ করা। কিন্তু এই ডেবিট এবং ক্রেডিট কি? কিভাবে লিখতে হয়? কেনই বা এভাবে লিখতে হয়? লিখার নিয়ম সারা পৃথিবী জুড়ে একটা হলেও শেখানোর ধরন কিন্তু ভিন্ন হয়। আমার অভিজ্ঞতা আলোকে বলছি, ডেবিট এবং ক্রেডিটের ধারনাটি বোঝানোর ধরন কঠিন হওয়ার কারণে একাউন্টিং -এর বেশির ভাগ শিক্ষার্থী না বুঝে মুখস্ত করে। এবং পরবর্তিতে একাউন্টিং এর সকল বিষয় কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। এই ছোট্ট কোর্সটি শুধু ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের নিয়মই না বরং একাউন্টিং কোর্সের বেসিকটা কে দৃঢ় করবে।
Debits and Credits: What, Why, How কোর্সটিতে যা যা থাকছে
১। ডেবিট এবং ক্রেডিট কি, কেন, কিভাবে?
২। ALICE এর সাথে ডেবিট এবং ক্রেডিট এর সম্পর্ক
৩। ALICE এর মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়
৪। হিসাব বা একাউন্ট সম্পর্কে ধারণা
৫। প্র্যাকটিস লেসনস
Debits and Credits: What, Why, How কোর্সটি কাদের জন্য?
কোর্সটি সবার জন্য বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে (বিবিএ/ইঞ্জিনিয়ারিং) একাউন্টিং কোর্সটি পড়ছে। নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যও কোর্সটি যথেষ্ট কাজে লাগবে।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
- ১ ঘন্টা সময়ে ১১ টি exclusive লেকচার
- কোর্স শেষ করার পর পরীক্ষা দেওয়ার সুযোগ
- যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
- HRDI এবং Skill.Jobs থেকে সার্টিফিকেট
GoEdu Learner’s Manual
Course Features
- Lectures 11
- Quizzes 1
- Duration 1 hour
- Skill level All levels
- Language Bengali
- Students 129
- Assessments Self
7 Comments
hmm
This course is very helpful for my new journey. Because my background was social science. Thank you sir for this course. Students like me you can try this course. It will be very helpful and easier for you. ❤️❤️❤️
Love this course